ঊষার আলো ডেস্ক : রান্নার সময় আমরা স্বাদ বাড়াতে বিভিন্ন মসলার ব্যবহার করে থাকি। আর তারই একটি অবিচ্ছেদ্য উপাদান তেজপাতা। রান্না হওয়ার পর খাওয়ার সময় এটি আমরা ফেলেই দিই। এমনিতে রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া তেজপাতার আর কোনও ভূমিকা নেই বলেই আমরা জানি। তবে রূপচর্চাতেও কাজে লাগতে পারে তেজপাতা। ত্বক কিংবা চুলের যেকোনও সমস্যাই কয়েক দিনে নিমেষে কমাতে পারে তেজপাতা।
ব্রণর সমস্যায়-
মুখে যদি প্রায়শই ব্রণর সমস্যা হয় তাহলে সেই সমস্যা মেটাতে পারে তেজপাতা। পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে মিনিট দশেক রাখার পর পানিটা ছেঁকে নিয়ে ওই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এই পানি দিয়ে মুখ ধুলে ব্রণর সমস্যা কমে আসবে।
চুলের কন্ডিশনিংয়ের জন্য-
ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল রুক্ষ হয়ে যায়। তাই তেজপাতা পানিতে সিদ্ধ করে নিয়ে তারপর শ্যাম্পুর পর এই পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। এই পানি চুলের কন্ডিশনিং করতে সহায়তা করে থাকে।
খুশকি দূর করতে-
মাথার ত্বকে খুশকির সমস্যাও দূর করতে পারে তেজপাতা। শুকনো তেজপাতা গুঁড়ো করে নিয়ে তার সাথে টক দই মিশিয়ে মাথায় লাগান। তারপর খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত লাগালে খুশকির সমস্যা দূর হবে।
(ঊষার আলো-এফএসপি)