ঊষার আলো ডেস্ক : সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০২ জনে।
আজ শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন শনাক্ত ২৫৭ জনের মধ্যে ৩৮ জন ঢাকার বাইরের ও বাকি ২১৯ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছিল মাত্র একজন রোগী। ফলে রাজধানীর বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন ও অন্যান্য বিভাগে ৮৬ জন রোগী ভর্তি আছেন।
(ঊষার আলো-এফএসপি)