UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজির হয়ে কবে মাঠে নামবেন মেসি?

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি।

এ মৌসুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দু’টি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। কিন্তু মেসিকে এখনও মাঠে নামতে দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখন অবধি কোনও ম্যাচ খেলেননি মেসি। তাঁকে পুরোপুরি ফিট করেই মাঠে নামাতে চাইছেন পিএসজি’র কোচ মাউরিসিও পচেত্তিনো।

এ অবস্থায় ৩০ আগস্ট রেইমসের বিরুদ্ধে মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারায় পিএসজি। তবে এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলন মেসি।

সেই ম্যাচের পর পচেত্তিনো জানান, “কোপা আমেরিকা ফাইনালে খেলার পর এখন অবধি মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা কোনও তাড়াহুড়ো করব না ও ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সাথে ভাল ভাবে মিশে যাক। তারপরেই ওর অভিষেক হবে।”

(ঊষার আলো-এফএসপি)