UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৬

ঊষার আলো
আগস্ট ১৮, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
বুধবার (১৮ আগস্ট) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ জন ধরা পড়ে। গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর সুপার মার্কেট এলাকার রফিকের ছেলে রনি শেখ ওরফে আলামিন হোসেন(২২), খালিশপুর নয়াবাটি এলাকার সেলিমের ছেলে মোঃ সাজু ওরফে হৃদয়(২৬), দেয়ানা উত্তরপাড়ার ফারুকের ছেলে মোঃ মিরাজ হোসেন ওরফে সাগর(২৯), নিরালা সবুজবাগ এলাকার মৃত ইসমাইলের ছেলে ইউসুফ শেখ ওরফে মনির(৪০), মুজগুন্নি আবাসিক এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ নাজিম উদ্দিন(৪১) এবং সোনাডাঙ্গা আবাসিক এলাকার জালালের ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪৬)।

এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দাযের হয়েছে।

(ঊষার আলো-আরএম)