UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত বিএসএফের গুলিতে নিহতের লাশ ফেরত দিলো

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে (বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি আব্দুল মুমিন বাপ্পার (৩৭) লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের বটুলী চেকপোস্ট এলাকায় সোমবার (২২ মার্চ) বিকাল ৬টায় বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ। পরে নিহত বাপ্পার পিতা আব্দুর রউফের হাতে লাশ হস্তান্তর করা হয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কদমতলা থানার পুলিশ লাশ নিয়ে সেখানে পৌঁছায়। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঘনা বটুলী গ্রামের বাসিন্দা বাপ্পা (৩০) গত শনিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যান। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

(ঊষার আলো-এমএনএস)