UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় সেনাসহ নিহত ৪৭

ঊষার আলো
আগস্ট ১৯, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় সেনাবাহিনীর সদস্যসহ ৪৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ আগস্ট) উত্তরাঞ্চলীয় আরবিন্দা শহরের কাছে হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১৪ জন সেনা সদস্য, ৩০ জন বেসামরিক নাগরিক। হামলার সময় সরকারি বাহিনীর সদস্যদের হাতে ১৬ বিদ্রোহী নিহত হয়েছে।

আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত বিদ্রোহীরা বুরকিনা ফাসো এবং এর প্রতিবেশী মালি ও নাইজারে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহে সশস্ত্র বিদ্রোহীরা বুরকিনা ফাসোতে অন্তত ১২ জন সেনা সদস্যকে হত্যা করেছে।
সূত্র: কালের কন্ঠ।