UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় করোনায় বিশ্বে পৌনে ১১ হাজার মানুষের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ২০, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডব বিশ্বজুড়ে এখনও অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। তবে, সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৭৬ জন। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ ২০ হাজার ৮৮৭ জন।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংক্রমাণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৭৭৩ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ১৭ হাজার ৫০০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৭২৬ জন।

(ঊষার আলো-আরএম)