UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

usharalodesk
আগস্ট ২১, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনের তিন তলায় লাগা আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানিয়েছেন। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষয়তির পরিমাণ জানা যায়নি।

এরআগে, আজ (২১ আগস্ট) বনানী  চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশে একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। অনেক ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া জানান, ওই ভবনের ৩য় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির করখানা। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণেে আনে।

(ঊষার আলো-আরএম)