UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় ২২ জনের প্রাণহানি

ঊষার আলো
আগস্ট ২৩, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসিতে ভয়াবহ বন্যায় ২২ জন নিহত হয়েছেন। ডজনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেন।

খবরে বলা হয়,  রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি,  সড়ক,  মোবাইল টাওয়ার ও টেলিফোন লাইন। বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, তীব্র ঝড় হারিকেনে রূপ নেওয়ার পর দ্রুতগতিতে পানির উচ্চতা বাড়ায় মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। উদ্ধার অভিযান চলছে ও কর্তৃপক্ষ ওই এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছে। শনিবার থেকে পরের ২৪ ঘণ্টারও কম সময়ে হামফ্রেইস কাউন্টিতে ৪৩০ মিলিমিটারের (১৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

(ঊষার আলো-আরএম)