UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে বোতল মারাকে কেন্দ্র করে মাঠে দর্শক, ম্যাচ স্থগিত

ঊষার আলো
আগস্ট ২৩, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর হচ্ছে লিগ ওয়ান। সেই লিগে এক খেলোয়াড়কে বোতল ছুঁড়ে মারাকে কেন্দ্র করে মাঠে ঢুকে যায় দর্শকরা। রবিবার(২২ আগস্ট) রাতে নিস ও মার্সেইয়ের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

নিসের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মার্সেইয়ের ডিমিত্রি পায়েত কর্নার শট নিলে স্বাগতিক সমর্থকদের একাংশ তাকে বোতল ছুঁড়ে মারে। সে ওই বোতলটিকে গ্যালারিতে ফিরিয়ে দেয়। পরে, স্বাগতিক দলের সমর্থকরা মাঠে প্রবেশ করে। দর্শকরা মাঠে ঝামেলা করার কারনে খেলা বন্ধ হয়ে যায়। তখন মার্সেইয়ের খেলোয়াড় ম্যাচটি পূনরায় শুরু করতে অস্বীকৃতি জানায়। এজন্য, ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মার্সেই দলের সভাপতি জানান, মাঠে ঢুকে আমাদের খেলোয়াড়দের আঘাত করেন দর্শকরা। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ম্যাচটি পূনরায় শুরু করিনি।

ম্যাচটির ৭৫ মিনিট খেলা হয়েছিল। তখন ম্যাচে নিস ১-০ গোলে এগিয়ে ছিল। এ লিগেই মেসি-নেইমারদের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ৩৮ ম্যাচ খেলবে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি।

(ঊষার আলো-আরএম)