UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় একদিনে আরও ১১৭ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ২৩, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১১৭ জন মারা গেছেন। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৩৯৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন ৫ হাজার ৭১৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো গিয়ে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

আজ সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন ও এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৩১৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এখন ১৫ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি। পরীক্ষার তুলনায় মোট শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, ময়মনসিংহে ৪, চট্টগ্রামে ২৯, খুলনায় ১১, বরিশালে ১, সিলেটে ১৩, রংপুরে ৯ ও রাজশাহীতে ১০ জন মারা গেছেন।

(ঊষার আলো-এফএসপি)