UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

ঊষার আলো
মার্চ ২৩, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফরিদপুরের দুর্গাপুর থেকে নিখোঁজের দুইদিন পর নিখোজ অটোচালক বাবুল হোসেনের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মঙ্গলবার (২৩ মার্চ) দগ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহত বাবুল হোসেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের এসকেন মোল্লার ছেলে। সে গত রবিবার (২১ মার্চ) থেকে নিখোঁজ ছিলো।
নিহত বাবুল হোসেনের ভাই হেলাল হোসেন জানান, ‘প্রতিদিনের ন্যায় গত রবিবার (২১ মার্চ) সন্ধ্যায় বাবুল অটো নিয়ে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া না গেলে পুলিশকে অবহিত করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরনের কাপড় দেখে ও লাশের আকৃতি দেখে শনাক্ত করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ দেখে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ এসে দগ্ধ অবস্থার তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যে, দুর্বৃত্তরা হত্যা করে পরিচয় গোপনের উদ্দেশ্যে আগুনে পোড়ানোর চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)