UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত করা হলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

ঊষার আলো
আগস্ট ২৪, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগেই শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত আইসিসি ওয়ানডে সুপার লিগের এ সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার রাতে এক টুইটে সিরিজটি স্থগিতের কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি বলে, নতুন সূচিতে আগামী বছর সিরিজটি খেলার চেষ্টা করা হবে।

উল্লেখ্য আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, ভ্রমণ জটিলতা এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব- সবকিছু বিবেচনাতেই দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)