UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোল্লাহাটে পিতার হাতে মেয়ে খুন

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর দৈবকান্দি এলাকায় রাইসা আক্তার (৩) নামের একটি মেয়েকে আছড়িয়ে হত্যা করেছে তার সেনা সদস্য পিতা। সোমবার (২২ মার্চ) রাতে এ ঘটনার পর ঘাতক পিতা হুমাউন সরদার পালিয়ে গেছে।
এলাকাবাসী জানায়, দৈবকান্দি গ্রামের বাচ্চু সরদারের ছেলে সেনা সদস্য হুমাউন সরদার পারিবারিক কলহের জের ধরে তার দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় সন্তান রাইসাকে আছাড় মেরে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে রাতেই মোল্লাহাট থানা পুলিশ ওই বাড়িতে যায় এবং শিশুটির লাশ উদ্ধার করে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে শিশুটির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির জানান, স্বামী-স্ত্রীর বিরোধের কারণে পিতা তার মেয়েটিকে হত্যা করেছে বলে জানতে পেরেছি। শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে ঘাতক সেনা সদস্যসহ ৪ জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

(ঊষার আলো-এমএনএস)