UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক

ঊষার আলো
আগস্ট ২৫, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান নিজ দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। তারপর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুলে চলছে উত্তেজনা।

তালেবানের এমন উত্থানে চিন্তায় আছে বিশ্ব নেতারাও। ধারণা করা হচ্ছে যে, ৩১ আগস্টের পর তালেবান সরকার গঠনের ঘোষণা দেবে। এ অবস্থায় তালেবানের হাতে দেশটির নিয়ন্ত্রণ যাওয়ায় আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক।

গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের মুখপাত্র মার্সেলা সানচেজ বেন্ডার জানান, ‘আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উন্নয়নে, বিশেষ করে নারীদের ওপর এ পরিস্থিতির প্রভাবের বিষয়ে।

আফগানিস্তানে বর্তমানে দুই ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প আছে বিশ্বব্যাংকের। তবে সাময়িকভাবে সহায়তা বন্ধ রাখলেও, উন্নয়নমূলক কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রাখার পথ খোঁজার কথাও জানান মার্সেলা।

(ঊষার আলো-এফএসপি)