UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ব্র্যাকের ইনসেপশন সভা

ঊষার আলো
আগস্ট ২৬, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেছেন, সরকারি বেসরকারি সকল সেক্টরে নারীর ক্ষমতায় নিশ্চিত করার লক্ষ্যে জিও এনজিও সমন্বয়ে কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর এমনই নির্দেশনা রয়েছে। কারন নারীর অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়ন নিশ্চত করতে না পারলে এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্থ হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকই তাদের কর্মীদের মধ্যে নারী-পুরুষের সমতা গড়ে তুলেছে। যা দৃশ্যমান।

ব্র্যাকের জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচীর আওতায় আজ (বৃহস্পতিবার) দুপরে আয়োজিত ইনসেপশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্র্যাকের বাগেরহাট আঞ্চলিক কার্য্যলয় সভাকক্ষে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলঅ মহিলা বিষয়ক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা খানম।

ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আলমাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক দাবি মোঃ মনিরুজ্জামান. প্রগতির মিজানুর রহমান, গোপালগঞ্জের সঞ্জয় ব্যানার্জী, যশোরের মোঃ নাহিদুজ্জামান, বরিশালের মোঃ মেহেদী হাসান, সংবাদকর্মী আজাদুল হক প্রমুখ। সভায় ব্র্যাকের সকল সেক্টর প্রধানগন উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)