UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিসিবির নতুন চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা

ঊষার আলো
আগস্ট ২৬, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) এহসান মানির ৩ বছরের অধ্যায় শেষ হতে চলেছে। গত বুধবার তার মেয়াদ শেষ হয়, তবে পরে তা স্বল্প সময়ের জন্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দেন তিনি। সবশেষ খবর পরবর্তী চেয়ারম্যান হিসেবে পিসিবির বোর্ড অব গভর্নর্সের কাছে রমিজ রাজার নাম মনোনীত করে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর তাতে ধারণা করা হচ্ছে, সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যানের কাঁধে উঠছে বোর্ডের দায়িত্ব।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির পৃষ্ঠপোষক ইমরান খান তার সাবেক সতীর্থ ও বর্তমান প্রখ্যাত ব্রডকাস্টার রমিজের সাথে সোমবার সাক্ষাৎ করেন। মানির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তখন থেকে তার নাম শোনা যায়। কিন্তু পরে শোনা যায়, আরো ১ বছরের জন্য মানিকে রাখার প্রস্তাব দেয় বোর্ড। তবে রাজি হননি তিনি।

সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান শুরুতে চেয়ারম্যান হিসেবে রমিজকে মনোনয়ন করেন। আর সাবেক একজন খেলোয়াড়ের হাতেই দায়িত্ব দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী। সেই সাক্ষাতের তিন দিন পর তাকে মনোনীত করার তথ্য জানানো হলো।

(ঊষার আলো-এফএসপি)