UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ১০২ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ২৬, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ৭২৯ জন।

২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হন ৮ হাজার ৩১৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দাড়ায় ১৩ দশমিক ৭৭ শতাংশ। এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৭ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ২৮ শতাংশ ও করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৩৭ জন, খুলনা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ২৪ জন, রাজশাহী বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ৬ জন, ময়মনসিংহ বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১৩ জন ও রংপুর বিভাগের ৪ জন।

(ঊষার আলো-এফএসপি)