UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল সুস্থ রাখতে করতে হবে উকুনের প্রতিরোধ

usharalodesk
আগস্ট ২৯, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উকুন খুবই ক্ষুদ্র আকারের একটি প্রাণী যা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। অপরিচ্ছন্নতা, টুপি, ওড়না, পোশাক, হেডফোন, চিরুনি, ব্রাশ, চুল সাজানোর উপকরণ লেনদেন বা উকুন রয়েছে এমন ব্যক্তির সংস্পর্শে উকুন বংশবিস্তার করতে পারে।

উকুন রক্ত পান করলে সংশ্লিষ্ট স্থানে চুলকায় বা খুশকিও বাড়তে পারে। ফলে পড়তে পারে চুল। উকুন দূর করারা ভালো উপায় হল এটিকে প্রতিরোধ করা। ব্যক্তিগত জিনিস লেনদেন না করাসহ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

উকুন প্রতিরোধে নিয়মিত মাথা আঁচড়াতে হবে ও চুল পরিষ্কার রাখতে হবে। চিকন দাঁতের চিরুনি দিয়ে মাথা নিয়মিত আচড়ে ফেললে উকুন থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।

এ ছাড়া উকুন প্রতিরোধে পেট্রোলিয়াম জেলির ব্যবহার আছে। অনেকে উকুন প্রতিরোধে লেবু, বেকিং সোডা, ভিনিগার, মেয়োনিজ, রসুন কিংবা পেঁয়াজের রসও ব্যবহার করেন।

বিবিন্ন ধরনের উকুন রয়েছে। এসব উকুন মাথা ছাড়াও শরীরের নানা অংশে বংশবিস্তার করতে পারে। উকুন থেকে দূরে থাকতে পরিষ্কার পরিছন্ন থাকার কোনো বিকল্প নেই।

(ঊষার আলো-এফএসপি)