UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিয়ে-তালাক ডিজিটালাইজেশনে হাইকোর্টের রুল

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিয়ে ও তালাকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশনের জন্য পারিবারিক জীবনের বৃহত্তর সুরক্ষায় কেন্দ্রীয় একটি ওয়েবসাইট প্রতিষ্ঠাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৩ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল দেন।
ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন গত ৪ মার্চ বিবাহ ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশনের পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিটটি করেন। অন্য রিটকারীরা হলেন, ঢাকার উত্তর কমলাপুরের বাসিন্দা সোহাগ হোসেন, নোয়াখালীর কাশিপুরের বাসিন্দা কামরুল হাসান ও এইড ফর ম্যান ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৩ মার্চ) এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব এবং ধর্ম সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে হবে।
আইনজীবী ইশরাত হাসান আদালতে রিটের পক্ষে শুনানি করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন।
এর আগে বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার জন্য গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ দেয়ার পরও পদক্ষেপ না নেয়ায় এ রিট আবেদন করা হয়।
রিট আবেদনে বলা হয়, বর্তমানে যে পদ্ধতিতে বিবাহ ও বিচ্ছেদের ঘটনা রেজিস্ট্রেশন করা হয়, তা ডিজিটালাইজেশন না করার কারণে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। আগের বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়েই নতুন করে বিয়ে করার ঘটনাও ঘটছে। ফলে সন্তানের পিতৃপরিচয় নিয়েও জটিলতা সৃষ্টি হচ্ছে। বিবাহ সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে। এ কারণে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন পদ্ধতিতে হওয়া প্রয়োজন। ছবিসহ বিয়ে ও ডিভোর্স ডিজিটালাইজেশন করলে সংশ্লিষ্ট নারী বা পুরুষের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে।
রাজধানীর উত্তরার একটি রেস্তোরায় গত ১৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা সুলতানা তার সাবেক স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন-এই অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। সূত্র : ইউএনবি

(ঊষার আলো-এমএনএস)