UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আরও ৯ হাজার মানুষের প্রাণহানি

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রায় ৯ হাজার মানুষের  মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ছয় লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৩৩ হাজার ৬০৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৯৯৪ জনের। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ১২৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজার ৯২৫ জনের। করোনায় মারা যান ৭ হাজার ৫১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭ হাজার ৩৩৭ জনের। এর আগের দিন, করোনা শনাক্ত হয় ৫ লাখ ১৫ হাজার ৮৭৩ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১ লাখ ১৪ হাজার ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৬ লাখ ৫৭ হাজার ৯১০ জন মানুষ মারা গেছেন।

(ঊষার আলো-আরএম)