UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মিলল ৩৭ কেজি গাঁজা

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর কলেজ মোড়সংলগ্ন বাঁশঝাড়ের পাশের ধানক্ষেতে লুকিয়ে রাখা সাড়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
২৩ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবির কাশিপুর বিওপির সদস্যরা গাঁজাগুলো উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাশিপুর বিওপির নায়েক মো. খালিদ হাসানের নেতৃত্বে একটি টহল দল আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে কাশিপুর কলেজ মোড় সংলগ্ন একটি বাঁশঝাড়ের পাশের ধানক্ষেতে ভারত থেকে পাচার করে এনে লুকিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করেছে।
এ প্রসঙ্গে ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেছেন, মাদকসহ চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গাঁজাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঊষার আলো-এম.এইচ)