UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর দক্ষিণখানে বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ঊষার আলো
মার্চ ২৪, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদ নামে ১ বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ ২৪ মার্চ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুসবাগ চাঁদনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম।
ওসি শামীম বলেছে, সকাল সাড়ে ৯টায় ২’পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জাপানি হান্নান নামের ১ ব্যক্তিকে জড়িত থাকার কথা জানা গেছে। তদন্তের আগে বিস্তারিত ভাবে কিছু বলা যাবে না, ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহ বর্তমানে দক্ষিণখান কেসি হাসপাতালে রাখা হয়েছে।
বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

(ঊষার আলো-এম.এইচ)