UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাহিনুজ্জামান বাবু (১৮) নামে ১ যুবকের মৃত্যু হয়েছেন। আজ ২৪ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মাহিনুজ্জামান বাবু বিজয়নগর উপজেলার ফুলবাড়ীয়া এলাকার সেলিম মিয়ার ছেলে।
আজমপুর স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেছেন, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ এসে মরদেহের খণ্ড-খণ্ড অংশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করীম জানান, মরদেহের পাশে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে যোগাযোগ করার পর তার বাড়ি বিজয়নগর উপজেলা ফুলবাড়ীয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুকে) বসে ছিলেন। প্রচণ্ড ঝাঁকির কারণে ছিটকে পরে হয়তো তার মৃত্যু হয়েছে। তবে বিষয় অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

(ঊষার আলো-এম.এইচ)