UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি টি২০ র‍্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ

ঊষার আলো
সেপ্টেম্বর ৪, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এবার অস্ট্রেলিয়াকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এল টিম বাংলাদশ।

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ-ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পরই র‌্যাংকিংয়ের আবারও এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪ রানে জয়ের পর সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে আসে বাংলাদেশ।

তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এ সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর ১০ নম্বর থেকে ৭ উঠে আসে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে ছিল টাইগাররা। এরপর সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ৪ রেটিং পেয়ে র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে সাতে উঠে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে জেতার পর ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এবার ছয়ে উঠেছে বাংলাদেশ। সাতে থাকা অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট ২৪০ আর শীর্ষে রয়েছে ইংল্যান্ড।

(ঊষার আলো-এফএসপি)