UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকের টাকা না পেয়ে বাবাকে খুন, ছেলে আটক

usharalodesk
সেপ্টেম্বর ৫, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদকের টাকা না পেয়ে রাজশাহীতে বাবা জুয়েলের (৪২) বুকে কাঁচি চালিয়ে খুন করেছে নেশাগ্রস্ত ছেলে।

আজ (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় অচিনতলা মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা অপরাধী ওই কিশোর ছেলেকে (১৭) গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা বেগম বলেন, তার ছেলের বয়স ১৭, আগামী জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ হবে। ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে সবার ছোট  মাদকাসক্ত ছেলেটি। নেশার টাকার জন্য প্রায় সে বাড়িতে ঝামেলা করতো।

ওসি মাজহারুল ইসলাম জানান, বাবার কাছে টাকা না পেয়ে আজ সকালে ছেলেটি তার চাচার কাছে ফোন করে টাকা চাইছিল। চাচা টাকা দিতে চাননি। তখন মোবাইলেই চাচাকে গালাগালি শুরু করে ছেলেটি। এর প্রতিবাদ করায় বাবা জুয়েলের বুকে একটি কাচি ঢুকিয়ে দেয় ছেলে। জুয়েলকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহত জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে। সেই মামলায় ছেলেটিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে ।

(ঊষার আলো-আরএম)