UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে এক সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন।

সোমবার (২২ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

বোল্ডার পুলিশ প্রধান মেরিস হেরাল্ড এক সংবাদ সম্মেলনে জানান, কিং সপার্স সুপারমার্কেটে এই হামলার ঘটনাটি হয়েছে। তবে কী কারণে হামলা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কোনও কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার একটি বিবৃতিতে এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি জানি না যে এখানে কী হচ্ছিল। আমি গোলাগুলির শব্দ শুনতে পাই। একজন বন্দুকধারী লোকজনের ওপর গুলি চালাচ্ছিল।’ অপর এক প্রত্যক্ষদর্শী গোলাগুলির ঘটনাটি ভিডিও করেন। সেখানে দেখা যায় সুপারমার্কেটের ভেতরে ও বাইরে মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

একটি টুইট বার্তায় কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ শোক প্রকাশ করে বলেছেন, ‘এ শোক ও বিষাদের সময়ে হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।’

পুলিশ জানায়, তারা সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করেছে। আটক ব্যক্তি আহত হয়েছেন। তবে তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।

(ঊষার আলো-এফএসপি)