UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় বিমানবন্দরে করোনার পিসিআর টেস্ট নিশ্চিতের নির্দেশ

usharalodesk
সেপ্টেম্বর ৬, ২০২১ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিলেন মন্ত্রিসভা। আজ (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে এই বৈঠকে যোগ দিয়েছেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় ২টি বিষয় এসেছে। ‘বিভিন্ন দেশে এখন নতুন করে কন্ডিশন দেয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে এই শর্ত দিয়েছে।

তাই গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে। ভেরি কুইকলি ২ বা ৩ দিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। যাতে ফ্লাই করার ৪ ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।

 

(ঊষার আলো-আরএম)