UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : লন্ডনের কিংসটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে ভারত।

গতকাল সোমবার ওভালে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ১৫৭ রানের বড় এক ব্যবধানে হারায় ভারত। এই জয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গেল কোহলিরা। সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে।

ওভাল টেস্টের আগে ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বর পজিশনে ছিল ভারত। ওভালে দুর্দান্ত জয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে ২৬ পয়েন্ট নিয়ে এক লাফেই শীর্ষে উঠে গেল ভারত।

ভারত শীর্ষে উঠায় সিংহাসন হারাতে হল বাবর আজমদের। ১২ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় পজিশনে রয়েছে পাকিস্তান। আর সমান পয়েন্ট নিয়ে তিনে ওয়েস্ট ইন্ডিজ। এবং আগের মতো চার নম্বর পজিশনেই আছে ইংল্যান্ড।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নাম নেই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান আসরে এখনো খেলার কোনো সুযোগ পায়নি এই দলগুলো।

(ঊষার আলো-এফএসপি)