UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে জেল থেকে মুক্ত হলেন ৬ শতাধিক মানুষ

ঊষার আলো
মার্চ ২৪, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: গত মাসে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর আটক ৬ শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন। বুধবার(২৪ মার্চ ) দেশটির সরকারি সংবাদমাধ্যম এ বিষয়টি জানিয়েছে।

ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে ১৫টি বাসে মুক্তিপ্রাপ্তদের দেখা গেছে। যাদের অধিকাংশই তরুণ। এদের অনেকে বিক্ষোভের প্রতীক ৩ আঙ্গুল দেখিয়েছেন। সরকারি সম্প্রচারমাধ্যমে জানানো হয়, মুক্তি পাওয়া ব্যক্তিদের সংখ্যা  ৬২৮ । গত পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর অন্তত ২ হাজার বিক্ষোভকারীকে আটক করেছিল সামরিক জান্তা। আইনি পরামর্শক গ্রুপের সদস্য জানান, ‘কাউকে বিক্ষোভের সময় বা রাতের অভিযানে আটক করা হয়েছিল। আবার কিছু কেনাকেটা করতে বাড়ির বাইরে গিয়েছিলেন এমন ব্যক্তিরাও এদের মধ্যে রয়েছেন।’

অপরদিকে, বন্দিদের মুক্তি দেওয়া হলেও বুধবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কোনো দোকানপাট কিংবা ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল না। নোবেল অং নামে এক অধিকার কর্মী বলেন, ‘ঘোরাঘুরি নেই, দোকান নেই, কাজ নেই। সব বন্ধ। কেবল এক দিনের জন্য।’

(ঊষার আলো-আরএম)