UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো

usharalodesk
সেপ্টেম্বর ৮, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরোতে। ওই ভূমিকম্পটি ছিল ৭.১ মাত্রার।

মেক্সিকোর সিসমোলজিকাল সার্ভিস জানান, স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ওই ভূমিকম্প হয়। কম্পন শুরু হলেই বাড়ির বাইরে বেরিয়ে আসে লোকজন। এতে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেলও এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাডর জানান, গেরেরো রাজ্য ও এর সংলগ্ন রাজ্যগুলোতে কোনো মৃত্যুর ঘটনা বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির নৌসচিব জানান, ভূমিকম্পের কারনে কোনো সুনামি হওয়ার সম্ভাবনা নেই। ভূমিকম্পের ২২ ঘণ্টার সিএসটি হিসেবে বেশ আফটারশক হয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৫.২ মাত্রার।

(ঊষার আলো-আরএম)