UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে বাসচাপায় মৃত্যু ২, আহত ১

ঊষার আলো
সেপ্টেম্বর ৯, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে বাস চাপায় ভ্যানচালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বারবাজার পিরোজপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বাসটি আটক করলেও ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

নিহতরা হলেন, ভ্যানচালক বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের পুত্র মহিদুল ইসলাম (৫০) এবং ভ্যানের যাত্রী পিরোজপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৪০)। আহত ব্যক্তি হলেন, তাসলিমা বেগমনের মা জয়তুন বেগম (৭০)।

কালীগঞ্জ থানার এস আই আশিকুল হক জানান, তাসলিমা বেগম আজ সকালে তার মা জয়তুন বেগমকে ডাক্তার দেখিয়ে ভ্যানে করে বারোবাজার থেকে পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা নামক স্থানে কালীগঞ্জ থেকে যশোরগামী শাপলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানচালক মহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত তাসলিমা বেগম ও তার মা জয়তুনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাসলিমার মৃত্যু হয়। বর্তমানে জয়তুন বেগম সেখানে চিকিৎসাধীন আছেন।

 

(ঊষার আলো-আরএম)