UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ১১, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ৮৮০ জন।

১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এক হাজার ৩২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ২৮  হাজার ৫৪২ জন।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন তিন হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৫৮ শতাংশ। আর সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। এবং করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ১ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন, সিলেট বিভাগের ২ জন ও রংপুর বিভাগের ৪ জন।

(ঊষার আলো-এফএসপি)