UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর শ্যামপুরে পিস্তলসহ আটক ১

ঊষার আলো
মার্চ ২৫, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মিঠু চৌধুরী (৩৯) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল ২৪ মার্চ বুধবার শ্যামপুর থানার শহীদ নগরের জুরাইনের কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আজ ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করেছে।
ওসি মফিজুল বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার শ্যামপুর থানার শহীদ নগরের জুরাইনের কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মিঠু চৌধুরীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আটককৃত মিঠুর বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

(ঊষার আলো- এম.এইচ)