UsharAlo logo
শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে স্পেনের বনাঞ্চল

usharalodesk
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলতি মৌসুমে টানা এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। দাবানলে এরই মধ্যে জঙ্গলের বিশাল এলাকা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।

আন্দালুসিয়ার আঞ্চলিক বনাঞ্চলের দমকল বিভাগ বলে, দাবানল মোকাবিলায় সাড়ে তিনশ দমকল কর্মীরা কাজ করচ্ছেন। ৪১টি আগুন নেভানো সাহায্যকারী বিমান এবং ২৫টি গাড়ি কাজ করছে।

গত বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬ হাজার হেক্টর বনভূমি। আগুনের তাপ ও ধোঁয়ার গন্ধে শ্বাস নিতে পারছেন না মানুষ ও পুশুপাখি।

ফলে প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালাচ্ছেন সেখানকার হাজারো মানুষ।

দমকা বাতাসে ছড়িয়ে পড়ছে সে আগুন। অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো এলাকা। এভাবে চলতে থাকলে আগামী কয়েক দিনে ক্ষতির পরিমাণ দ্বিগুন হতে পারে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

পর্যটনের জন্য বিখ্যাত শহর অ্যাস্তেপনা থেকে সরানো হয়েছে ১ হাজার বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে হুমকির মুখে পড়তে যাচ্ছে সেখানকার মানুষের জীবন-বসতি এবং প্রকৃতি।

সংবাদ মাধ্যমে জানানো হয়, সরকারের পক্ষ হতে ক্ষতিগস্তদের জন্য সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)