UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লাইন আপে রয়েছে ২৪ কোটি টিকা- পররাষ্ট্রমন্ত্রী

ঊষার আলো
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে যেটি ২০২২ সালের মার্চ- এপ্রিলের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে তিনি এ বিষয়টি জানিয়েছেন।

ড. মোমেন বলেন, এর মধ্যে দুই কোটি ৩০ লাখ জনকে আমরা করোনার টিকা দিয়েছি। আমরা ১ম ধাপেই আট কোটি মানুষকে টিকা দিতে চাই। তাই ২৪ কোটি টিকা আনার চেষ্টা করছি। এই টিকার বেশির ভাগ কোভ্যাক্স থেকে পাওয়া যাবে। তিনি আরও বলেন, রাশিয়ার টিকায় অগ্রগতি নেই। তবে আমরা জোড়ালোভাবে কাজ করছি।

(ঊষার আলো-আরএম)