ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরও ৫ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আরও ১২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছে, খালিশপুরের হালদারপাড়ার আবুল হোসেন, বাগেরহাট রামপালের আব্দুল মতিন এবং যশোর অভয়নগরের হাফিজা বেগম।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৩ জন, যশোরে ১জন এবং ঝিনাইদহে ১জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ১১ হাজার ১০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর আক্রান্ত হয়ে ৩০৯৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৩ হাজার ৬৪১ জন।
(ঊষার আলো-আরএম)