UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ৫০ হাজার মেয়াদোত্তীর্ণ করোনার টিকা পাঠিয়েছে ইসরায়েল

usharalodesk
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার টিকা পাঠিয়েছে ইসরায়েল। এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিডলইস্ট মনিটর’র প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ার তৈরি সেই টিকা ইসরায়েলকে দেওয়া হয়। তেল আবিব সেগুলোকে অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়াও টিকার চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের টিকার চালানটি গাজায় পাঠানো হয়েছিল। তবে সেফটি টেস্টে দেখা যায়, ৫০ হাজার ডোজ টিকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

তার আগে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া টিকাগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। তবে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ সেই চুক্তি বাতিল করে দেয়। তারপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় ইসরায়েল।

গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র ৩ লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসের টিকা নিতে পেরেছেন।

(ঊষার আলো-এফএসপি)