UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের সাল্লায় হামলা ভাংচুরের প্রতিবাদে খুলনা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও সমাবেশ

koushikkln
মার্চ ২৫, ২০২১ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ১৭ মার্চ সুনামগঞ্জের সাল্লা উপজেলা নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িকগোষ্ঠী ও লুটেরা কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলা-লুটপাট, মন্দির ভাংচুর ও নারী নির্যাতনসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় বক্তারা বলেন, এই জঘণ্য হামলাকারী ও ইন্ধনদাতাদের দ্রুত গ্র্রেফতার ও কঠিন শাস্তির আওতায় আনতে হবে। ’৭১-এর পরাজিত পাকিস্তানী দোসররাই বার বার স্বাধীনতার পরেও এদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপতৎপরতা লিপ্ত থেকে নিরীহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে ও চালাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় প্রতি ঘটনার কোনো বিচারিক তৎপরতা এ পর্যন্ত দৃশ্যমান হয়নি। যার প্রেক্ষিতে ঐসব অপশক্তি দিন দিন আরও মাথা চাড়া দিয়ে উঠছে। আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে বক্তাগণ সকল অপশক্তির বিরুদ্ধে কঠিনভাবে রুখে দাঁড়ানো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, অরবিন্দ সাহা, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ ও জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, পূজা পরিষদ খুলনা মহানগর সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. নিমাই চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সহ-সভাপতি সমর কু-ু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ, সহ-সভাপতি রতন মিত্র, যুগ্ম সম্পাদক বিমান সাহা, পাবলা বণিকপাড়া সোসাইটির আহ্বায়ক নাজমুল হাসান পুলু, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি খুলনা জেলা সাধারণ সম্পাদক শঙ্কর কর্মকার, সিনিয়র আইনজীবী এড. বীরেন্দ্র নাথ সাহা, কেসিসি সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা সাহা, মহাদেব সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রজত কান্তি দাস, দীপক দত্ত, বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, তিলক গোস্বামী, প্রকাশ অধিকারী, ডাঃ শেখর চন্দ্র পাল, পার্থ রায় মিঠু, মনোজ কান্তি রায়, রঞ্জন রায়, দুলাল সরকার, সুভাষ দত্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা সভাপতি আশুতোষ সাধু, এড. পপি ব্যানার্জী, এড. আনন্দ কুমার ঘোষ, এড. উল্লাস কর বৈরাগী, তপন সাহা, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, তাপস সাহা, শিবনাথ ভক্ত, শিবু রায়, সুজিত মজুমদার, কালীপদ দাস, কাঞ্চন বোস, উপাধ্যক্ষ দেবদাস ম-ল, রণজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্ত্তী, সত্যপ্রিয় সোম বলাই, দীপংকর সাধু, পঙ্কজ দত্ত, শ্যাম ভক্ত, প্রমিলা রায়, উজ্জ্বল ব্যানার্জী, উজ্জ্বল রায়, ভবেশ সাহা, শংকর পোদ্দার, শ্যামচন্দ্র পোদ্দার, বিদ্যুৎ দাস, সুকুমার সাহা, সুশান্ত ব্যানার্জী, ভোলানাথ দত্ত, নিখিল বিশ্বাস, পরিতোষ হালদার, নিতাই সরদার, রূপম দে, অশোক ঘোষ, পাপ্পু সরকার, প্রণব চক্রবর্ত্তী, সুশীল দাস, রাজকুমার হেলা, সবিতা মজুমদার, সন্ধ্যা রাণী বিশ্বাস, সঞ্চিতা রায়, বাবু শীল, মাণিক শীল, অলোক দে, রবীন দাস, অজয় দে, অনিন্দ্য সাহা, প্রদীপ সেন, শুভাগত দত্ত শুভ, সজল দাস, রাজকুমার শীল, নিরুপমা গোলদার, কবিতা বৈরাগী, মুক্তা শীল, বাপ্পী রায়, বিদ্যুৎ নন্দী, চন্দন সাহা, অমিত সাহানী, জীবন ভৌমিক, সেতু সাহা, দিপ্র সাহা প্রমুখ।