UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ৮৬

usharalodesk
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরও ৬ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হচ্ছে, রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার লাকি রায় (৬৫), বাগেরহাট সদরের নারেন দেবনাথ (৬০) এবং মোড়েলগঞ্জের আব্দুল সাত্তার তালুকদার (৭৭)।

জানা যায়, খুলনায় ৩ জনের ও বাগেরহাট, যশোর এবং কুষ্টিয়ায় একজন করে মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে খুলনায় ২১ জন, বাগেরহাটে ১ জন, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ১২ জন, নড়াইলে ৭ জন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৫ জন, কুষ্টিয়ায় ১২ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং মেহেরপুরের ৪ জন রয়েছে।

এখন পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় এক লাখ ১১ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং আক্রান্ত হয়ে ৩ হাজার ১০১ জনের মৃত্যু হয়েছে । আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৯২৪ জন।

(ঊষার আলো-আরএম)