UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাসানচর থেকে পলায়নকালে ১৮ রোহিঙ্গা আটক

ঊষার আলো
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পলায়নকালে এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ রোহিঙ্গা নাগরিক।

আটকদের মধ্যে ১০ জন শিশু এবং ৮জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নাগরিক। তবে জেলা পুলিশ প্রশাসন এখনও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যানঘাট এলাকা থেকে এদের আটক করেন স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটায় তাদের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। আটক রোহিঙ্গাদের পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল জানিয়েছে।

 

(ঊষার আলো-আরএম)