ঊষার আলো ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের কালেক্টর সুরেশ কান্তি চাকমা ওরফে দীনেশ চাকমা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে দুর্গম উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে এ ঘটনাটি হয়েছে। বাঘাইছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান জানান, হত্যার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঊষার আলো-আরএম)