UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে যুবককে জবাই করে হত্যা

ঊষার আলো
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন গ্রামে মনির সেখ (২৫) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

নিহত মনির সেখ শাসন গ্রামের নাদিম সেখের ছেলে। এ রিপোট লেখা পর্যন্ত বিস্তারিত কিছুই জানা যায়নি। মোল্লাহাট থানার ওসির সরকারি ফোনে বারবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, শনিবার রাতে কে বা কাহারা তাকে জবাই করে হত্যা করে বাড়ীর পাশেই ফেলে রেখেছে। তার পায়েও কোপের চিহ্ন রয়েছে। রবিবার সকালে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মনিরের লাখ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনসহ হত্যাকারিদের আটকের চেষ্টা চলছে।

(ঊষার আলো-আরএম)