ঊষার আলো রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার ৮ মার্চ থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে কেবল তারাই ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তি প্রার্থীরা ৮ মার্চ বিকেল ৪টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে Internet-এর সুবিধাসংবলিত কম্পিউটার থেকে Dhaka University Admission Website (https://admission.eis.du.ac.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।
এবার মোট ৫ টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- ক, খ, গ, ঘ ও চ। পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনেটের।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন:
https://du.ac.bd/notice_board/single_notice/785
(ঊষার আলো-এম এইচ)