ঊষার আলো ডেস্ক : গত এক বছর যাবত বন্ধ থাকার পর পুনরায় ঢাকা-বরিশালের আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান সার্ভিস আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) থেকে চালু হচ্ছে। করোনা সংক্রমণ শুরু হলে গত বছর ২১ মার্চ এ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে যায়।
বিমান বাংলাদেশের বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুণ্ডু জানান, শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইট বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। বরিশাল থেকে ঢাকায় রওনা হবে সকাল ১০টায়। এ রুটে একটি ফ্লাইট থাকবে প্রতিদিন একই সময়ে।
করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত বছর ১২ জুলাই থেকে নভোএয়ারের একক ফ্লাইট ও ১৬ জুলাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডবল ফ্লাইট চালু হলেও অজ্ঞাত কারণে বন্ধ থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ২৬ মার্চ থেকে আবার এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়।
(ঊষার আলো-এমএনএস)