UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাত প্রতিরোধে কেশবপুরে তালের বীজ রোপন 

ঊষার আলো
সেপ্টেম্বর ২২, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে যুব সমাজের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপন করা হয়েছে। কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তালের বীজ রোপন করা হয়েছে।
পৌরসভার ১নং ওয়ার্ড যুব সমাজের সভাপতি সিদ্দিকুর রহমান সাদেকের সভাপতিত্বে কেশবপুর টু ভবানীপুর সড়কে ওই তালের বীজ রোপন করা হয়। কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সহধর্মীনি ময়না বেগম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। যুব সমাজের পক্ষ থেকে তালের বীজ রোপন কর্মসূচীতে অংশ নেন জাহিদ হোসেন, হৃদয় হোসেন, নাইম হোসেন, ইমরান হোসেন প্রমুখ।
(ঊষার আলো-আরএম)