UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী সপ্তাহ থেকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুই দিন

usharalodesk
সেপ্টেম্বর ২২, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন করে ক্লাস করতে হবে। এটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। তবে এখন সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত সোমবার অষ্টম ও নবম শ্রেণির ক্লাস ১ দিন করে বাড়িয়ে সপ্তাহে ২ দিন করা হয়। তখন থেকেই তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও ১ দিন করে বাড়ানোর চিন্তা করা হচ্ছিল।

গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে ১ দিন করে হচ্ছে।

এখন প্রাক-প্রাথমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান আপাতত বন্ধ রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)