UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু ১৭

usharalodesk
মার্চ ২৬, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহীর কাঁটাখালিতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে। এরপরই আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছে। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে এসেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঊষার আলো: এম.এইচ)