UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ২৪ ঘন্টায় আরও ৫ জনের করোনা পজেটিভ

usharalodesk
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ৪৭ জনের নমুনা পরিক্ষায় ৫ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এ সময়ে সংক্রমনের হার হয়েছে ১০.৬৪ শতাংশ । আর করোনামুক্ত হয়েছেন ২ জন।

বর্তমানে বাগেরহাট সদর করোনা ডেডিকেডেট হাসপাতালে কোন করোনা পজেটিভ রোগি চিকিৎসাধিন নাই। হাসপাতালের আইসোলেশনে রয়েছেন আরো ১১ জন। সকাল পর্যন্ত বাগেরহাট জেলায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাড়ালো ৭ হাজার ৩০ জন। আর জেলায় করোনা আক্রান্তে মোট মারা গেছেন ১৪৩ জন।

বাগেরহাটের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বাসির হোসেন এ তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় জেলার ৪৭ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিনে ল্যাব থেকে ২ জন করোনা মুক্ত হওয়ার রিপোর্ট এসেছে বলে জানান তিনি।

(ঊষার আলো-আরএম)