UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

ঊষার আলো
মার্চ ২৬, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ ও জাতীয় পতাকার র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭টায় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে শেখ কামাল ক্রিকেট ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে পুলিশ, আনসার, কারা পুলিশ, রোভার স্কাউটসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সালাম গ্রহন করেন।
এছাড়া, উদীচী জেলা সংসদের পক্ষ থেকে পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বর থেকে একটি লাল-সবুজের পতাকা র‌্যালী বের করে। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

(ঊষার আলো-এমএনএস)